শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন
এস.এম.ছগির আহমদ আজগরী পেকুয়া.
কক্সবাজারের পেকুয়ায় মাদক সহ দু’ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১১নভেম্বর বুধবার উপজেলার সদর ইউনিয়নের মাষ্টার নাছির উদ্দিনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার উপ-পরিদর্শক বিমল কান্তি দে’র নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামের বাইম্মেখালী পাড়া এলাকায় মাদকের ভ্রাম্যমান বিকিকীনি স্পটে অভিয়ান চালান। এসময় সেখান থেকে ৪লিটার চোরাই বাংলা মদ সাথে থাকাবস্থায় দু’জনকে গ্রেপ্তার করেন। ধৃতরা হলেন, স্থানীয় পশ্চিম বাইম্মেখালী পাড়া এলাকার ছৈয়দ আলমের পুত্র মোঃ জাহাঙ্গীর(৩০) ও আন্নরআলী মাতবর পাড়া এলাকার মৃত আহমদ শফির পুত্র মোঃ ইলিয়াছ(২৮)।
মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে ধৃতদের আদালতে সৌপর্দ্দ করবে বলে জানায় পুলিশ। পেকুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ(প্রশাসন) জিয়া মোঃ মোস্তাফিজ ভুইঁয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মাদকের কেনাবেচা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সব সময় সৌচ্ছার থাকবে পেকুয়া থানা পুলিশ।
মন্তব্য করুন