সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
এস.এম.ছগির আহমদ আজগরী,
কক্সবাজার জেলা জাতীয় পার্টি’র আহবায়ক হলেন, জাপা নেতা আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি।
গতকাল ১০নভেম্বর দলের কেন্দ্রীয় কমিটির নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, গতকাল সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’কে আহবায়ক ও এডভোকেট তারেকুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করে ৩৮সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।
এদিকে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’কে আহবায়ক ও এড. তাকেকে সদস্য সচিব মনোনীত করে কক্সবাজার জেলা জাতীয় পার্টির নতুন কমিটি অনুমোদন করায় পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব হোসাইন শহিদ সাইফুল্লাহ এমইউপি সংবাদপত্রে প্রকাশ ও প্রচারণার্থে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে নবাগত নেতৃবৃন্দের সু’স্বাস্থ্য, সার্বিক কল্যাণ ও সফলতা কামনা করে বলেন, সৎ, যোগ্য ও বলিষ্ট এ নেতৃত্বের সময়োপযোগী নেতৃত্বে কক্সবাজার জেলায় জাতীয় পার্টি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ভীত সূ’দৃঢ় হবে বলে মন্তব্য করেন।
খবর বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন