সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
জেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খোকন দুস্কৃতকারীদের হামলায় গুরুত্বর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুস্কৃতিকারীদের এই বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ ওই দুস্কৃতিকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন। অন্যথায় যুবলীগ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।
বিবৃতিদাতারা হলেন জেলা যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবু, সহ-সভাপতি যথাক্রমে এড. শহীদুল্লাহ চৌধুরী, আবুল কালাম, জিএম আবুল কাসেম সোহেল আহমেদ বাহাদুর, জসীম উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক যথাক্রমে মোঃ শহীদুল্লাহ , মাহবুবুল আলম মাহবুব, বাবুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জিএম জাহিদ ইফতেখার, মোঃ জাফর আলম, সুলতান মাহমুদ, জেলা যুবলীগ নেতা জিয়া উদ্দিন জিয়া, নিতীশ বড়–য়া, সাজেদুল করিম, অধ্যাপক আব্দুর রহীম, ফরিদুল আলম, জাহাঙ্গীর আলম, শহর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেখার, যুগ্ন আহবায়ক যথাক্রমে ডালিম বড়–য়া, আসাদ উল্লাহ, শাহেদ মোঃ এমরান, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেকার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজীবুল হক রিকু, প্রমূখ।
মন্তব্য করুন