সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
বিমান বাহিনীর নির্মিত লুকিং র্যাডার স্টেশন উদ্ভোধন করতে বুধবার কক্সবাজারে আসবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
সকাল সাড়ে ১১টায় বিশেষ হেলিকপ্টার যোগে তিনি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছবেন।
সোয়া ১২টার দিকে তিনি কক্সবাজার এয়ার ডিফেন্স র্যাডার(ওয়াই এলসি-৬) অনুষ্টানে যোগদান করে নবনির্মিত র্যাডার উদ্ভোধন করবেন।
রাষ্ট্রপতির সফর সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
জানা যায়, নব নির্মিত এ র্যাডার স্টেশন’র ফলে দেশের ভূÑখন্ডে অবৈধভাবে অন্য দেশের বিমান প্রবেশ করছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি আকাশসীমা নিরাপদ রাখতে ব্যাপক ভূমিকা রাখবে এ স্টেশনটি।
মন্তব্য করুন