সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
স্থানীয় একজন কম্যুনিটি নেতা বিল মেয়ের বলেন, ‘কাউন্সিলের মুসলিম সদস্যরা শহরের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। তারা এলাকার স্থিতি, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সাহায্য করেছেন। তাই মুসলিম কাউন্সিলরদের সবাই ভোট দিয়েছে। নির্বাচনে মুসলিম কাউন্সিলররা নিরংকুশ বিজয় অর্জন করেছেন। প্রত্যেক মুসলিম প্রার্থী ১,০০০ ভোটের বেশি পেয়েছেন অপরদিকে অন্য ৩ প্রার্থী ৭০০’রও কম ভোট পেয়েছেন। হামট্রামক শহরটি মুসলিম ইস্যুতে পূর্ব থেকেই আলোচিত। ২০০৪ সালে এই শহরের কর্তৃপক্ষ লাউড স্পীকারে আযান দেয়ার অনুমতি দিয়ে গোটা যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছিল। সে সময় সিটি কাউন্সিলে মাত্র ১ জন মুসলিম সদস্য ছিলেন। এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ সিটি কাউন্সিল গঠন হওয়ার পর স্থানীয় মুসলিমরা আরো বেশি অনুকূল পরিবেশে ধর্মীয় অনুশাসন পালনের আশা প্রকাশ করছেন।
মন্তব্য করুন