মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

দ্বাদশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

দ্বাদশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত ফলাফলে স্কুল-২ পর্যায়ে পাসের হার ৮৬ শতাংশ, স্কুল পর্যায়ে ৭৭ দশমিক ৮৪ শতাংশ এবং কলেজ পর্যায়ে ৭৬ দশমিক ৪৮ শতাংশ।

গত ২৮ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত এই পরীক্ষায় স্কুল পর্যায়ে ৩১ হাজার ৭৮৪ জন এবং কলেজ পর্যায়ে ২৮ হাজার ২০৯ জন অর্থাৎ মোট ৬০ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ৭১৯ জন, স্কুল পর্যায়ে ২৪ হাজার ৭৪৩ জন এবং কলেজ পর্যায়ে ২১ হাজার ৫৭৭ জন উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ বাংলানিউজকে জানান, উত্তীর্ণদের মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে।

এছাড়া www.ntrca.gov.bd এই ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে।

 

বাংলানিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM