সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

মিয়ানমারে সুচি’র জয়

মিয়ানমারে সুচি’র জয়

অনলাইন বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেক্স॥

মিয়ানমারের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়নি এখনো। তবে তার আগেই সোমবার সামরিক সমর্থিত ইউএসডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতেয় বিরোধী দল অংসান সুচি’র দল এনএলডি কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন।

এর মধ্য দিয়ে দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটে গণতন্ত্রের জয় হলো। গতকাল রোববার মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯০ সালের পর এই প্রথম মুক্ত প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। পর্যবেক্ষকরা বলছেন ৮০ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল ভোট কেন্দ্র।

মিয়ানমারে গত ২৫ বছরের মধ্যে গতকালের নির্বাচনকে সবচেয়ে অবাধ বলে গণ্য করা হচ্ছে। পরিবর্তনের স্বপ্ন নিয়ে দেশটির জনসাধারণ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

 


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM