মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ডায়নামিক ল্যান্ডমার্ক লিমিটেড থেকে ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: ওসমান হারুন। চাঁদা না দেয়ায় ডায়নামিক ল্যান্ডমার্কের সব প্রজেক্ট দখল ও তাকে হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে আজ কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: ওসমান হারুন দাবি করেন, কোম্পানির সাথে কোন ধরণের সংশ্লিষ্টাহীন ইমতিয়াজ করিম শুভ নামে এক ব্যক্তি বেশ কয়েকদিন ধরে তার কাছ থেকে ১০ কোটি টাকা চাঁদা দাবি করছে। ইতিমধ্যে চাঁদার দাবিতে কোম্পানির ঢাকা অফিসে হামলাও চালিয়েছেন শুভ।
সাবেক পুলিশের আইজিপির শালা পরিচয় দিয়ে শুভ নানাভাবে হুমকি দিচ্ছে তাকে।
তার দাবি পূরণ না করলে ডায়নামিক ল্যান্ডমার্কের সব প্রতিষ্ঠান দখলের হুমকিও দিচ্ছে শুভ।
অব্যাহত হুমকিতে ডায়নামিক ল্যান্ডমার্কের ব্যবস্থাপনা পরিচালক মো: ওসমান হারুন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমানে তাকে সন্ত্রাসী দিয়ে নজরদারিতে রেখেছে বলেও দাবী করেন তিনি। এ কারণে চলাফেরা করতে পারছে না। ৩’শ সাধারণ বিনিয়োগকারীর ২’শ কোটি টাকাসহ ডায়নামিক ল্যান্ডমার্কের ৫’শ কোটি টাকা সম্পদ রক্ষায় ভুক্তভোগী ওসমান হারুন প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন