বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

স্বাধীনতা কবিতা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন আজ

স্বাধীনতা কবিতা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন আজ

অনলাইন বিজ্ঞাপন

আগামী ৩০, ৩১ মার্চ ও ১ এপ্রিল তিন দিনব্যাপী স্বাধীনতা কবিতা উৎসব ২০২২ এর আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলন শনিবার (২৬ ফেব্রুয়ারী) কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

 

উৎসব বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক, কক্সবাজার সাংবাদিক কোষ প্রণেতা সাংবাদিক আজাদ মনসুরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপনের ত্রিকালসম্মিলিন উপলক্ষে ‘মুক্তির মন্দির সোপান তলে’ প্রতিপাদ্যে তিনদিন ব্যাপী স্বাধীনতা কবিতা উৎসবের আয়োজন করবে কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা ঈদগাঁও সম্মিলিত নাগরিক ফোরাম।

 

উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে কক্সবাজারের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য সম্মিলিত নাগরিক ফোরাম ও উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি শিল্পোদ্যোক্তা রেজাউল করিম সিকদার ও সাধারণ সম্পাদক সাংবাদিক কাফি আনোয়ার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM