বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

আরেকটি সিরিজ জয়ের কাছাকাছি বাংলাদেশ

আরেকটি সিরিজ জয়ের কাছাকাছি বাংলাদেশ

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেক্স
সোমবারই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ঘরে তুলতে পারেন মাশরাফি-মুশফিকরা। প্রথম ম্যাচে ১৪৫ রানের ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর; তা অধরা ভাবার অবকাশ নেই। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচও যথারীতি ১টায় শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশ নামতে হচ্ছে সাকিব আল ছাড়াই। তবে দ্বিতীয় ওয়ানডেতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ।প্রথম ম্যাচে সাকিব ব্যাটে না পারলেও দুর্দান্ত বোলিং করে একাই গুঁড়িয়ে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ। নিয়েছেন ৫ উইকেট। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাকিবের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। বরিবার রাতেই আমেরিকায় সন্তানসম্ভাবা সহধর্মীনীর কাছে ছুটে গেছেন তিনি। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে দীর্ঘদিন বাইরে থাকা এনামুল হককে। তবে তাকে মূল একাদশে নাও দেখা যেতে পারে। সাকিবের পরিবর্তে একাদশে স্থান পেতে পারেন ইমরুল কায়েস।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ সামনে রেখে মিরপুরে সকালে জিম্বাবুয়ে আর দুপুরে অনুশীলন করেছে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলন থাকায় ছিলেন না দলের সবাই। অনুশীলন শেষে রবিবার তামিম ইকবাল বলেছেন, ‘যে কোনো প্রতিযোগিতায় প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। যা পরের ম্যাচগুলোতে খুবই কাজে আসবে।’

অন্যদিকে দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া জিম্বাবুয়ে অনুশীলনে বেজায় মনোযোগী ছিল। মিডিয়ার সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেনি দলের কেউ। তবে প্রথম ম্যাচ শেষে অধিনায়ক চিগাম্বুরা বলেছিলেন, ‘আমরা একটি ম্যাচ হেরেছি। এখনো সিরিজ জেতার সুযোগ রয়েছে আমাদের। সেক্ষেত্রে বাকি ২টি ম্যাচে অবশ্যই আমাদেরকে ভাল খেলতে হবে। আমরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াব এবং জয়ে ফিরব।’ সিরিজে টিকে থাকতে সোমবার জিম্বাবুয়ের সামনে জয়ের বিকল্প নেই।

চলতি বছর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসের অক্সিজেন পুরোপুরি নিচ্ছে বাংলাদেশ। সোমবার ওই তালিকায় যোগ হতে পারে জিম্বাবুয়ে। হতে পারে চলতি বছরের এটা বাংলাদেশের শেষ সিরিজ। যদিও ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ আসার সুযোগ রয়েছে। হতে পারে ত্রিদেশীয় একটি টুর্নামেন্টও।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM