শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

টেকনাফে অগ্নিদগ্ধ হয়ে নিহত-১, আহত-২

টেকনাফে অগ্নিদগ্ধ হয়ে নিহত-১, আহত-২

অনলাইন বিজ্ঞাপন

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ
টেকনাফে কুপিবাতিতে কেরোসিন তেল দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মা বেগম বাহার (৪০), মেয়ে আয়েশা বেগম (১১) ও ছেলে শাহাব উদ্দিন (৭) মারাত্মক আহত হয়েছে। আহতদেও মধ্যে শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহাব উদ্দিনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে টেকনাফে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী কবির আহমদেও বাড়ীতে। ঈরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সন্ধ্যা নেমে এলে কুপিবাতি জ্বালানো জন্য বোতলে করে বাতিতে তেল দেওয়ার সময় হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনের শিখা দেখে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অগ্নিদগ্ধ মা, মেয়ে ও ছেলেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক এনামুল হক জানান, শাহাব উদ্দিনের শরীরের ৬০ শতাংশ, আয়েশা বেগম ৪০ ও মা বেগম বাহারের ৩০ শতাংশ পুঁড়ে গেছে। তাদের শ্বাসনালি পুড়ে যাওয়ায় সবার অবস্থা আশঙ্কাজনক। সাবরাং ইউনিয়ন পরিষদের প্যানল চেয়ারম্যান মো. ইসমাইল জানান, অগ্নিদগ্ধ তিনজনের মধ্যে শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহাব উদ্দিনের মৃত্যু হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM