মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজারে সড়ক দূর্ঘটনার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুইজনসহ নিহত-৩

কক্সবাজারে সড়ক দূর্ঘটনার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুইজনসহ নিহত-৩

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি॥
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নাপিতখালী নতুন অফিস এলাকায় যাত্রীবাহি হানিফ ও মালবাহী টলির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুপুরে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে নিশ্চিত করেছেন চিকিৎসক। এ নিয়ে উক্ত ঘটনায় নিহতের সংখ্যা দাড়িয়েছে ৩ জনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৮ নভেম্বর সকাল ৭ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের নতুন অফিস এলাকায় কক্সবাজার মুখি যাত্রীবাহি হানিফ ও বিপরীত দিক থেকে আসা ১টি মালামালবাহী টলির মুখো মুখি সংঘর্ষ হয়।

এতে টলিতে থাকা সাইফুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করে। দুপুর সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার মধ্যম নাপিতখালী এলাকার মৃত মোজাহের আহামদের পুত্র নুরুল ইসলাম(৪৫), ও আবদুল মজিদের পুত্র মোঃ জসিম উদ্দিন(৩০)।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM