সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
মোস্তফা কামাল ডুলাহাজারা
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নাপিতখালী নতুন অফিস এলাকায় যাত্রীবাহি হানিফ ও মালবাহী টলির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৮)।
তিনি কক্সবাজার সদর উপজেলার মধ্যম নাপিতখালী এলাকার আবদুল আলী (বাছু বলীর) পুত্র। ৮ নভেম্বর রবিবার সকাল ৭ টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আহতদের চকরিয়া উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, একই এলাকার মৃত মোজাহের আহামদের পুত্র নুরুল ইসলাম(৪৫), ও আবদুল মজিদের পুত্র মোঃ জসিম উদ্দিন(৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৮ নভেম্বর সকাল ৭ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের নতুন অফিস এলাকায় কক্সবাজার মুখি যাত্রীবাহি হানিফ ও বিপরীত দিক থেকে আসা ১টি মালামালবাহী টলির মুখো মুখি সংঘর্ষ হয়।
এতে টলিতে থাকা সাইফুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত ২ জনের অবস্থা আসংঙ্কাজনক।
মালুমঘাট হাইওয়ে পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে যায়
মন্তব্য করুন