বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

কাজল, কৃতী, বরুণকে নিয়ে কী বলছেন শাহরুখ খান?

কাজল, কৃতী, বরুণকে নিয়ে কী বলছেন শাহরুখ খান?

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স॥

কাজল সম্পর্কে ইদানীং নানা কথাই শোনা যাচ্ছে শাহরুখ খানের মুখে! তার কোনােটায় আছে স্মৃতিচারণের সুর, কোনােটায় আবার এতদিন পরে এক সঙ্গে কাজ করার উচ্ছ্বাস! সে সব পেরিয়ে এসে এবার কাজলকে নতুন এক খেতাপ দিলেন শাহরুখ খান। তবে এখানেই থেমে থাকলেন না বলিউডের বাদশা! কৃতী সানন আর বরুণ ধবনকে নিয়েও মুখ খুললেন তিনি।
আসলে, সহ-অভিনেতাদের এখন নানা খেতাপ দিচ্ছেন শাহরুখ খান! তাও আবার তার সবকটাই শুরু হচ্ছে ‘D’ দিয়ে! আচমকা কেন ‘D’-এর প্রেমে পড়লেন শাহরুখ খান?
ছবির প্রচার আর কী! তাঁর নতুন ছবি ‘দিলওয়ালে’-র প্রথম অক্ষরও যে ‘D’!
তা, ‘D’ দিয়ে সবাইকে কী কী বললেন শাহরুখ?
কাজলকে শাহরুখ বলছেন, ‘ডিয়ারেস্ট’! কৃতী সানন তাঁর মতে ‘ডিশি’! আর, বরুণ ধবন ‘ড্যাশিং’!
অবশ্য, এটুকুতে থেমে থাকার মতন মানুষ শাহরুখ নন। ‘D’ দিয়ে আরও কতগুলো শব্দ তিনি জুড়ে দিয়েছেন ছবির সঙ্গে। তার মধ্যে প্রথমেই তিনি উল্লেখ করেছেন ‘দেবগান’ পদবীটা! অজয় দেবগানকে যে ছোট্ট একটা চরিত্রে দেখা যাবে ছবিতে। তার সঙ্গেই একের পর এক ‘ধবন’, ‘ধড়কন’, ‘ডিসেম্বর’, ‘ড্রিফ্ট’, ‘ডিলাইটফুল’, ‘দিল’— অনেক কিছুরই উল্লেখ করেছেন শাহরুখ তাঁর টুইটে।
তাহলে কি এখন ‘D’ মানেই ‘দিলওয়ালে’?
অন্তত শাহরুখ খানের অভিধানে তো বটেই!

সূত্র: আনন্দবাজার

কালের কণ্ঠ অনলাইন


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM