শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিং থেকে পতিতা ও খদ্দেরসহ আটক-২১

হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিং থেকে পতিতা ও খদ্দেরসহ আটক-২১

অনলাইন বিজ্ঞাপন

ছবি-আটক পতিতা ও খদ্দের।

 

জাসদ সমর্থিত জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সিকদারের মালিকানাধীন হোটেল পাঁচতারা ও তার পাশের আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দেরসহ ২১ জনকে আটক করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ।

এ সময় উক্ত হোটেল থেকে যৌন উত্তেজক ট্যাবলেট, দুই বস্তা কনডম ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। স্থানীয়রা জানান, লালদিঘীর পাড় এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে রমজান আলী সিকদার দীর্ঘদিন যাবত দলের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম চালিয়ে আসছে। যার ফলে প্রশাসনও নির্বিকার হয়ে পড়ে তার কাছে। শুধু তাই নয় তার দেখায় আশ পাশের বোর্ডিং গুলোতেও চলে এসব অপকর্ম।

তার মধ্যে রয়েছে মৃত আহসান উল্লাহর ছেলে শহর আলীর মালিকানাধীন আহসান বোর্ডিং।

অফিস- আদালতে আসা সাধারণ মানুষ এবিষয়ে অস্বস্তিবোধ করে। উক্ত সড়ক দিয়ে পরিবার-পরিজন নিয়ে চলাফেরায়ও পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান পরিচালিত হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর সেলিম উদ্দিন জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপে চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালিত হয়। হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ১৪ খদ্দের ও ৭ পতিতা আটক করা হয়েছে।

পতিতাবৃত্তির দায়ে এসব হোটেলের মালিকদেরও আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

এ ব্যপারে জানতে রমজান আলী সিকদারকে ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM