বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
গত রাত ৩টার দিকে কুলছুরি পাড়া এলাকা থেকে এসব ইয়াব উদ্ধার করা হয়।
তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, টেকনাফ আচারবনিয়স্থ কুলছুরি পাড়া এলাকায় ইয়াবা পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১কোটি ৫০ লক্ষ টাকা।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানিয়েছেন তারা।
মন্তব্য করুন