বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

স্বাগতিক কক্সবাজার সদরকে হারিয়ে চকরিয়া উপজেলার হ্যাট্রিক শিরোপা অর্জন

স্বাগতিক কক্সবাজার সদরকে হারিয়ে চকরিয়া উপজেলার হ্যাট্রিক শিরোপা অর্জন

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক॥

স্বাগতিক কক্সবাজার সদরকে হারিয়ে চকরিয়া উপজেলা হ্যাট্রিক শিরোপা অর্জন করেছে।

আজ ৬ নভেম্বর বিকেলে হাজারো দর্শকপূর্ণ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে চকরিয়া ১-০ গোলে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দলকে হারিয়ে ৩য় বারের মত শিরোপা ঘরে তুলে। চকরিয়ার হয়ে জয়সূচক গোলটি করেছেন দলনায়ক আবছার।

ম্যাচের ৫৬ মিনিটে আবছার স্বাগতিক দলের সর্বনাশ ঘটানো গোলটি করেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সেভেন রিংস সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্টের দু’সেয়ানের উপভোগ্য ম্যাচটি শুরু থেকেই উত্তাপ ছড়িয়ে দেয়।

প্রথমার্ধে সদর উপজেলার বিদেশী রিক্রুট সামসির নান্দনিক ফুটবল কিছুটা হলেও মধ্যমাঠে নিয়ন্ত্রণ হারায় চকরিয়া। এ অর্ধে ৯ মিনিটে একটি পরিকল্পিত আক্রমন থেকে নাইজেরিয়ান সামসির প্রচন্ড শট ক্রস বারে লেগে ফিরে আসে। ১৪ ও ২৬ মিনিটে সদর উপজেলার এগিয়ে যাওয়ার মত দু’টি প্রচেষ্টা চকরিয়ার জাতীয় তারকা গোলরক্ষক জিকু ভেস্তে যান।

প্রথমার্ধে ২৮ ও ৩০ মিনিটে চকরিয়ার জাতীয় তরুন ইব্রাহিমের দুটি প্রচেষ্টা সদরের গোলরক্ষক রক্ষা করেন। দ্বিতীয়ার্ধে গেল বারের চ্যাম্পিয়ন চকরিয়া প্রথমার্ধের খোলস থেকে বেরিয়ে আসে একের পর এক পরিকল্পিত আক্রমণ শুরু করে। এসব আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন লেফট উইং থেকে মধ্যমাঠে আসা ইব্রাহিম। এ সময় ইব্রাহিম, জাতীয় ফুটবলার রাজু ও বিদেশি চুকার চমৎকার বুঝাপড়ায় সদরের ডিবক্সে প্রচন্ড চাপ সৃষ্টি হয়।

৪৮ মিনিটে ইব্রাহিমের দুর পাল¬ার শট সদরের গোলবার কাপিঁয়ে ফিরে আসে। এর মিনিট আট এক পরেই একটি পরিকল্পিত আক্রমণ থেকে পলাশের ক্রস আরিফের চমৎকার হেড সদরের গোল রক্ষক রাসেল প্রথমে কোনক্রমে ঠেকালেও অরক্ষিত আবছার নিমিষেই গোলে পরিণত করে উল¬াসে ফেটে পড়েন। এরপর স্বাগতিক সদর উপজেলা গোল শোধের চেষ্টা চালালেও চকরিয়ার ডিফেন্ডাররা তা সহজেই ঠেকিয়ে দেন।

MMMMMMMMMএদিকে ম্যাচ শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সোবাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন আহমদ সিআইপি, স্পন্সরকারী প্রতিষ্ঠান সেভেন রিংস সিমেন্টের চট্টগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ জেড এম বাবর, কো-স্পন্সর প্রতিনিধি শাহজাহান আনসারি। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, টুর্ণামেন্ট কমিটির সম্পাদক রাশেদ হোছাইন নান্নু। উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহমুদুল করিম মাদু, হারুনুর রশিদ, সদস্য রতন দাশ, ডিএফএ সভাপতি এম জাহেদ উল¬াহ, সহ-সভাপতি ও চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী, সহ-সভাপতি আলমগীর হোছাইন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার খালেদা জেসমিন প্রমুখ। এছাড়া টূর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন যৌথভাবে বিজয়ী দলের আবছার ও বিজিত দলের সৌম্রিন রাখাইন। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM