বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারে আন্তর্জাতিক শেখ কামাল ক্রিকেট ভ্যনু পরিদর্শন করেছেন আইসিসি প্রতিনিধি দল।
দুপুর সাড়ে ১২ টার দিকে বিশেষ হেলিপেটে করে তারা কক্সবাজার স্টেডিয়ামে পৌঁছেন।
পরে তারা মাঠ পরিদর্শন করে সাংবাদ কর্মীদের জানান, অনুর্ধ ১৯ বিশ্বকাপের বেশির ভাগ খেলা কক্সবাজারের এ মাঠে খেলানো হবে। মাঠের পরিবেশ এবং নিরাপত্তার প্রতি তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিট রিসার্ডশন, ইভেন্ট প্রধান ক্রিস টেটলি, নিরাপত্তা উপদেষ্টা শন নরেচ এবং ডিকাশন।
এমসয় তাদের সাথে ছিলেন বিসিবি’র সহ-সভাপতি মাহবুব আনাম ও বিসিবি’র জেলা প্রতিনিধি মাহমুদুল করিম মাদু।
মন্তব্য করুন