মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

বীচ ফুটবলের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়া সম্ভব- হাসানুল হক ইনু

বীচ ফুটবলের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়া সম্ভব- হাসানুল হক ইনু

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক ॥

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বীচ ফুটবলের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের দরবারে সহজে পৌঁছে দেয়া সম্ভব। এতে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকরা কক্সবাজারের প্রতি আকৃষ্ট হবে।

তিনি বলেন, বিশ্বের সর্ববৃহৎ এ সমুদ্র সৈকতকে নিয়ে ব্যাপক পরিকল্পনা নিয়েছে সরকার।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে চ্যানেল আই রানার বীচ ফুটবল টুর্ণামেন্ট উদ্ভোধনকালে প্রধান অথিতির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেছেন।

নিজেও একজনখেলোয়াড় ছিলেন জানিয়েছে তিনি বলেন, রাজনীতির কারণে আমি বেশিদিন খেলার সাথে সম্পৃক্ত থাকতে পারিনি। খেলাধুলা হচ্ছে প্রতিযোগিতা। এখানে প্রতিদন্ধি আছে , দুটি পক্ষ আছে, কতগুলো নিয়ম আছে, সকলকে তা মানতে হয়। কেউ নিয়ম ভঙ্গ করলে কিন্তু ফাউল হয়। ফাউল হলে লাল কার্ড, হলুদ কার্ড পেতে হয়।

তেমনি পৃথিবীর সব জায়াগায় সামাজিক, রাজনৈতিক, পারিবারিক জীবনেও কতগুলো নিয়ম রয়েছে। যা ভঙ্গ করলে রাষ্ট্রীয় জীবনে অশান্তি নেমে আছে।

0000000000000তিনি বলেন, যারা নিয়মের বাইরে থেকে ক্ষমতায় আসতে চেষ্টা করে তারাও ফাউল করে। ফলে খেলার মাঠের লাল কার্ড আর হলুদ কার্ড খেতে হয়। সুতরাং আমি বলব রাজনীতির অঙ্গনে বলুন, সামাজিক অঙ্গনে আর সাংস্কৃতি অঙ্গনে বলুন সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

চ্যানেল আইন আয়োজিত ৪র্থ বারের মত অনুষ্টিত উদ্ভোধনী খেলায় উপস্থিত ছিলেন, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শায়খ সিরাজ, কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউর রহমান প্রমুখ।

উদ্ভোধনীখেলার প্রথম দিনে সকালে কক্স-চট্টগ্রাম মাস্টার্স এর সাথে মহামেডান মাস্টার্স’র খেলা অনুষ্টিত হয়। ৩০মিনিটের খেলায় মহামেডান ৫-২গোলে কক্স-চট্টগ্রাম মাস্টার্সকে পরাজিত করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM