মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

৬ দফা দাবিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত

৬ দফা দাবিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক॥

৬ দফা দাবিতে কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার-নন ক্যাডার সমন্বয় কমিটি।

আজ দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ প্রতিবাদ সমাবেশ করেছে তারা। এসময় বক্তরা বলেন, প্রশাসনের সকল পর্যায়ে ক্যাডারদের সমান সুযোগ সৃষ্টি করে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুর্নবহাল করতে হবে। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কতৃত্ব বাতিল করে সকল ধরনের প্রেষন বাতিল করে সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান করতে হবে।

কক্সবাজার সিভিল সার্জন ও প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার-নন ক্যাডার সমন্বয় কমিটির সভাপতি ড: মো: কমর উদ্দিন’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন কক্সবাজার সরকারি কলেজ’র রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল মনচুর। বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুফিদুল আলম, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আকম শাহরিয়ার। এতে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্টানের কর্মকর্তা ও সমন্বয় কমিটির নেতৃবৃদ্ধরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM