শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার বাসটার্মিনাল সংলগ্ন নর্থ ষ্টার ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ওরফাতুর রহমানকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে এক শিক্ষক। শিশুটি স্থানীয় বাসিন্দা কমর উদ্দীনের পুত্র। ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর দুপুরে। ইংরেজী লেখার কপি রাইট করার অভিযোগে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছে আহত ওই শিক্ষার্থী। এব্যাপারে স্কুলের প্রিন্সিপাল এডভোকেট গিয়াস উদ্দিনকে শিক্ষার্থীর পিতা অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় গতকাল ৫ নভেম্বর কক্সবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন। স্কুলের প্রিন্সিপাল এ প্রতিবেদককে জানান এব্যাপারে আগামী শনিবার বসে সমাধান করার কথা রয়েছে। যে শিক্ষক ওই শিশুটিকে নির্মমভাবে প্রহার করেছেনে তার নাম নেজাম উদ্দিন। কক্সবাজার থানার সেকেন্ড অফিসার আব্দু রহিম জানিয়েছেন, এব্যাপারে শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযোগটি তদন্তধীন রয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। কোন শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন না করার কঠোর বিধান থাকলেও এসব অর্থ লগ্নী প্রতিষ্টান সমূহে শিশু নির্যাতনের ঘটনা ঘটছে অহরহ। শারীরিক নির্যাতনের ফলে শিশুটি মানসিক ভারসাম্যতা হারিয়েছে বলেও তার পিতা এ প্রতিবেদককে জানিয়েছেন।
মন্তব্য করুন