রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন
শহিদুল ইসলাম, উখিয়া:
কক্সবাজার ১৭ বিজিবির আওতাধীন তুমব্রু বিওপির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ পণ্যসহ বিপুল পরিমাণ বার্মিজ সিগেরেট জব্দ করেন।
এসময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। তুমব্রু বিওপির সায়েক সুবেদার মো: নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা শনিবার সকালে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কূল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমাণ মালামাল জব্দ করেন।
জব্দকৃত মালামলের মধ্যে বামির্জ থামি ২৪৩পিস, বার্মিজ সেন্ডেল ২২৬ জোড়া, কুইনলী ক্রীম ৪ হাজার ৪শ ২২ পিস, ক্যালশিয়াম ৩শ ৯৬ প্যাকেট, শুকনা সুপারী ২শ ২৫ কেজি, বার্মিজ উন্নত মানের সিগেরেট ৪হাজার ৪শ ৫০ প্যাকেট। এসব জব্দকৃত মালামালের মূল্য ১২ লক্ষ ৮৫হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।
কক্সবাজার ১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
মন্তব্য করুন