মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহি খেলা আমাদের জাতিসত্বার কথা স্বরণ করিয়ে দেয়। তাই বাঙ্গালী হিসেবে আমাদের এ ঐতিহ্যকে ধরে রাখাতে হবে।
আজ বিকেল সাড়ে ৪ টার দিকে কক্সবাজারের রামুতে নৌকা বাইচ প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অথিতির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেছেন।
এসময় তিনি বাঁকখালী খালের ভাঙ্গন রোধে বেড়িবাধ নির্মাণের কথা বলেছেন।
তিনি বলেন সরকার নিন্মাঞ্চালগুলোতে বন্যা রোধে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। আশা করি দ্রুত সময় এসব সমস্যা দুর করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সায়মুম সরওয়ার কমল, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মো: ইলিয়াছ এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খোরশেদ আরা হকসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন