শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেক্স ॥
তুরস্কের সেনা ও কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে বুধবার এ সংঘর্ষ হয়েছে। খবর আইআরআইবি। তুর্কি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে দুই সেনা ও ১৫ গেরিলা নিহত হয়েছে। কুর্দি গেরিলাদের অবস্থানে বোমা হামলা চালানোর পর সেনাবাহিনী গেরিলা-বিরোধী অভিযান শুরু করে। এ সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
তুরস্কে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাত্র দু দিন পর এই অভিযান ও হত্যাকাণ্ডের খবর পাওয়া গেল। নির্বাচনে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
এর আগে, গতকাল ইরাক সীমান্তের কাছাকাছি কুর্দি গেরিলাদের অবস্থানে বিমান হামলা চালায় তুর্কি সামরিক বাহিনী। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনের পর ঘোষণা করেছেন যে, একজন গেরিলা থাকতেও হামলা বন্ধ হবে না।
কালের কণ্ঠ
মন্তব্য করুন