বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা-বখাটের তিন মাসের সাজা

মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা-বখাটের তিন মাসের সাজা

অনলাইন বিজ্ঞাপন

চকরিয়া প্রতিনিধি
চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রামে বসতবাড়িতে হামলা চালিয়ে দশম শ্রেণিতে পড়–য়া এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ উদ্ধার করেছে ওই ছাত্রীকে। এ সময় গ্রেপ্তার করা হয় এক বখাটেকে। তবে ওই বখাটের অন্য সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করতে না পারলেও তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শামশুল আলমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত ছাত্রীর নাম মোছাম্মৎ রেখা মণি (১৭)। সে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজারের হয়রত ফাতিমা বালিকা (রা.) আলীম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তারকৃত বখাটের নাম আবদুল্লাহ আলম মামুন (২৩)। সে চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম বাটাখালী গ্রামের কামাল হোসেনের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) অহিদ মুরাদ জানান, মঙ্গলবার রাতে মাদ্রাসায় পড়–য়া ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য মামুনসহ একদল বখাটে বাড়িতে হামলা চালায়। এ সময় মাকে মারধর করে ছাত্রীকে অপহরণের চেষ্টা চালানোর সময় স্থানীয় জনতা এগিয়ে আসে এবং পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে বখাটে মামুনকে গ্রেপ্তার এবং ছাত্রীকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা ও ছাত্রীর মাকে মারধরের ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় এক বখাটেকে গ্রেপ্তার এবং ছাত্রীকে অপহরণের হাত থেকে উদ্ধার করে পুলিশ। এর পর বখাটেকে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট’র কাছে নিয়ে গেলে ম্যাজিস্ট্রেট বখাটেকে তিনমাসের কারাদন্ড প্রদান করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM