মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

ফয়েজুল ইসলাম রানা টেকনাফ

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ৪ নভেম্বর দুপুরে জালিয়া পাড়া নামক স্থান থেকে এসব ইয়াব উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন ব্যাটালিয়নের দায়িত্ব পাওয়ার পর টেকনাফের শাহপরীরদ্বীপ বিওপির জওয়ানরা ৬০ লক্ষ টাকার ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। গত ৪ নভেম্বর দুপুর ১ টায় জালিয়াপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। এসময় পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায় বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM