বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

সৈকতে বিশ্বকর্মা পূজার প্রতিমা বির্সজন সম্পন্ন

সৈকতে বিশ্বকর্মা পূজার প্রতিমা বির্সজন সম্পন্ন

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি:

Prothima-S20131015040834উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সার্বজনীন বিশ্বকর্মা পূজার প্রতিমা বির্সজন। এ উপলক্ষে শনিবার দুপুর থেকে কক্সবাজার জেলা ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে প্রতিমার গাড়ি বহর নিয়ে পূজারীরা সমবেত হতে থাকে সৈকতের ডায়াবেটিক পয়েন্টে। এবার প্রায় ২০টি প্রতিমা বির্সজনের জন্য আনা হয়। বিশেষ করে চট্টগ্রামের দোহাজারী, লোহাগাড়া, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা, রামু, ঈদগাঁও, সদরসহ বিভিন্ন জায়গা থেকে এসব প্রতিমা বির্সজনের জন্য প্রথমবারের মত জাঁকঝমকপূর্ণ পরিবেশে আনা হয়। প্রতিমা বির্সজনের আগে সংক্ষিপ্ত শুভেচ্ছা জ্ঞাপন সভা কক্সবাজার স্বর্ণশিল্পী বহুমুখী সমবায় সমিতির সভাপতি সজল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন ধরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ। বক্তব্য রাখেন সুজন ধর, অপু ধর, অভিলাশ ধর, অরূপ ধর। এসময় জেলা ও সদর পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে বিশ্বকর্মা পূজা এবং বির্সজন অনুষ্টানে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী কিছু দিনের মধ্যে শুরু হতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবং মন্ডপে মন্ডপে নিরাপত্তা প্রদানের অনুরোধ জানানো হয়। পাশাপাশি শারদীয় দূর্গোৎসব প্রতিবছরের ন্যায় উৎসব মুখর পরিবেশে পালনের জন্য জেলার সকল শ্রেণী-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতাও কামনা করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM