সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে ঋণ খেলাপীর দায়ে ১৩৭ জনের বিরুদ্ধে কৃষি ব্যাংকের মামলা

নাইক্ষ্যংছড়িতে ঋণ খেলাপীর দায়ে ১৩৭ জনের বিরুদ্ধে কৃষি ব্যাংকের মামলা

অনলাইন বিজ্ঞাপন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক নাইক্ষ্যংছড়ির বাইশারী শাখাটি দীর্ঘকাল যাবৎ প্রত্যন্ত অঞ্চলের মানুষের নিকটে থেকে সেবা দিচ্ছিল। কিন্তু এখন ঋণ খেলাপীদের কারনে সেবা কার্যক্রম চরমভাবে ব্যাঘাত ঘটছে। ব্যাংকের ব্যাবস্থাপক মো.আনোয়ার কামাল জানিয়েছেন, ব্যাংকের কাজ হচ্ছে সেবা দেওয়া এবং কৃষকদের মাঝে ঋণ আদান প্রদান করা। কিন্তু এলাকায় কিছু ঋণ গ্রহীতা দীর্ঘদিন পার হলেও ঋণ পরিশোধ থেকে বিরত রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তাদের বাড়ী বাড়ী গিয়ে যোগাযোগের মাধ্যমে ঋণ পরিশোধের তাগিদ দেওয়া সত্বেও ঋণ পরিশোধ করছে না।
তাছাড়া ঋণ খেলাপীর বিরুদ্ধে ডাক যোগে ব্যাংকের নিয়ম অনুযায়ী কয়েক দফা নোটিশ প্রদান করা হয়েছে। এরপরও তারা ঋণ পরিশোধে এখনো এগিয়ে আসেনি। এরই প্রেক্ষিতে বাধ্য হয়ে ব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি ১৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অচিরেই তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ার কথা রয়েছে এবং আরো ১২০ জনের নামে উপায়ন্তর না দেখে মামলার প্রস্তুতি চলছে। সূত্র জানিয়েছে, ঋণ আদায়ের সাথে সাথে আবারো নতুন করে ঋণ প্রদানের নিয়ম রয়েছে। তার পরেও ঋণ পরিশোধে এগিয়ে আসছে না কেউ।
বুধবার এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে ব্যাংক ব্যবস্থাপক ও পরিদর্শকের সাথে কথা বলে জেনেছে, কিছু ঋণ গ্রহীতা ও ঋণ খেলাপীদের জন্য এলাকায় অর্থনৈতিক উন্নয়ন বাধা হয়ে দাড়িয়েছে। এতে ক্ষতি হচ্ছে এলাকার সাধারণ মানুষের। যার ফলে ব্যাংক কার্যক্রম সহ নানা মুখী অসুবিধায় পড়তে হচ্ছে।
এবিষয়ে ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষ বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হককে সার্বিক সহযোগিতার জন্য একটি চিঠি প্রেরন করেছেন। জানতে চাইলে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, শুধু আমি নয় পুরো পারিষদবর্গ ব্যাংক কর্তৃপক্ষকে ঋণ আদায়ে সার্বিক সহযোগিতা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM