সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেক্স
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় একটি বাড়ি থেকে প্রায় ১০ হাজার বন্দুক উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে বাড়ির মালিক ব্রেন্ট নিকোলসনকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা বন্দুকগুলো চুরি করে জমা করে রেখেছে ব্রেন্ট।
চেস্টারফিল্ড কাউন্টি শেরিফ জে ব্রুকস বলেন, তার বাড়ির কাছেই একটি গুদাম ঘরে এই অস্ত্রগুলো ছিল। তারা কয়েকটি গাড়িতে এসব অস্ত্র পরিবহন করেন। তিনি বলেন, আমার চাকরি জীবনে এত বন্দুক একসঙ্গে দেখিনি। গত শুক্রবার অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়ে সপ্তাহব্যাপী চলে। গত শনিবার নিকোলসনকে নর্থ ক্যারোলিনার ইউনিয়ন কাউন্টি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সাউথ ক্যারোলিনার চেস্টারফিল্ড কাউন্টির জেলে রাখা হয়েছে। নিকোলসনের পরিবার এই বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানায়।
মন্তব্য করুন