শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার শহর শাখার উদ্যোগে জাতীয় ৪ নেতা হত্যা তথা জেল হত্যা দিবসের আলোচনা সভা শহর সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  এম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি শম্ভুনাথ চক্রবর্তী, অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, সাংগঠনিক  সম্পাদক এম এ গাফফার কুতুবী, উপধর্ম বিষয়ক সম্পাদক প্রিয়তোষ পাল, জেলা নেতা কাজী রাসেল আহমেদ, শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল হোসেন রনি, মো: শাহাদত হোছাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আলী, প্রচার সম্পাদক শেখ লুৎফুর রহমান, ওয়ার্ড সভাপতি যথাক্রমে- আবুল কালাম আজাদ, তারেক আজিজ, শওকত আজম, নুরুল আলম, জিয়াউল হক শাহেদ, সাধারণ সম্পাদক যথাক্রমে- জয়নাল আবেদীন, মুজিবুল হক মুজিব, মুবিনুল ইসলাম মুন্না, আব্দু শুক্কুর, নুরুল আবছার ও ওয়ার্ড নেতা দিদারুল ইসলাম, মুবারেক হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭৫এর ১৫ আগষ্ট ও ৩রা নভেম্বর জেল হত্যা কান্ডের মধ্য দিয়ে বাঙ্গালী ও বাংলার ইতিহাসকে বারবার কলংকিত করা হয়েছে। দেশের আইনের শাসন প্রতিষ্ঠার বদলে বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করা হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জেল হত্যা মামলার বিচার দ্রুত কার্যকর করে দেশ থেকে বিচারহীনতার প্রবনতাকে মুছে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM