বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

মুক্তবুদ্ধির প্রচার, প্রসার এবং চর্চা অব্যাহত থাকবে : জাফর ইকবাল

মুক্তবুদ্ধির প্রচার, প্রসার এবং চর্চা অব্যাহত থাকবে : জাফর ইকবাল

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘খুন করে, আক্রমণ করে মুক্তচিন্তার অগ্রাযাত্রাকে ব্যাহত করা যাবে না, মুক্তবুদ্ধির প্রচার, প্রসার এবং চর্চা অব্যাহত থাকবেই। অন্ধকারের বিরুদ্ধে আলো জয়ী হবেই।’
প্রগতিশীল লেখক-প্রকাশকদের উপর অব্যাহত মৌলবাদী হামলা এবং জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে ‘বিক্ষুব্ধ শাবি পরিবার’ ব্যানারে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীর যৌথ উদ্যোগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রতিবাদি আলোর মিছিল শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘প্রকাশক দীপন আমার ঘনিষ্ঠজন, সে মুক্তচিন্তা আর মুক্তবুদ্ধির প্রসার চেয়েছিল তাই তাঁকে মৌলবাদী শক্তি হত্যা করেছে।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন থেকে এই আলোক পদযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে চেতনা একাত্তরের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সমাপ্ত হয়। মিছিলে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ প্রগতিশীল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

কালের কণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM