সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

ব্যক্তি নাশকতার ডাক দিল আল কায়দা নেতা জওয়াহিরি

ব্যক্তি নাশকতার ডাক দিল আল কায়দা নেতা জওয়াহিরি

অনলাইন বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেক্স॥

আল কায়দার নতুন হুমকি ভিডিও। দল বেঁধে ‍না পারলে, ব্যক্তিগত উদ্যোগে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমী দেশে নাশকতা ছড়ানোর ডাক দিলেন আল কায়দার এখনকার নেতা আয়মান আল জওয়াহিরি। পাশাপাশি আবারও পরোক্ষে আই এস জঙ্গিদের প্রভাব থেকে বেরিয়ে আসার কথা বলে, ইরাক থেকে উত্তর আফ্রিকা, জিহাদিদের আল কায়দার ছাতার নীচে জড়ো হওয়ার আহ্বান জানালেন। এটা যে সদ্য রেকর্ড করা ভিডিও, সেটা বোঝাতে ইসরায়েলের ওপর প্যালেস্টানিয় গেরিলাদের সাম্প্রতিক হামলার প্রশংসা করা হয়েছে। ব্যক্তি উদ্যোগে নাশকতার উদাহরণ দিতে ২০১৩ বস্টন ম্যারাথনের সময় তামেরলান এবং জোখভ সারনেভ ভাইদের ঘটানো প্রেশার কুকার বোমা বিস্ফোরণের ঘটনার উল্লেখ করেছেন জওয়াহিরি। তিনজন মারা গিয়েছিলেন, ২৬৪ জন জখম হয়েছিলেন বস্টন শহরের সেই নাশকতায়। জওয়াহিরি বলেছেন, এভাবেই আমেরিকার নিজের এলাকায় ঢুকে তার নাগরিকদের ওপর আঘাত হানতে হবে। পৃথিবীর যেখানে আমেরিকার স্বার্থ আছে, অস্তিত্ব আছে, সেখানেই মার দিতে হবে। যারা ইসরায়েলকে মদত দেয়, রক্ত দিয়ে, নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে তার মূল্য চোকাতে হবে। কোনও জঙ্গি ওয়েবসাইট মারফৎ নয়, আল কায়দার এই হুমকি ভিডিও প্রচারিত হয়েছে গত রবিবার, সরাসরি টুইটারে। যে নজরদার সংস্থা ভিডিওটির অনুবাদ করে মঙ্গলবার প্রকাশ করেছে, আমেরিকার সেই ‘সাইট’ জানাচ্ছে, আল কায়দার পক্ষে এটা বেশ নতুন ব্যাপার। টুইটারে এভাবে সরাসরি নিজেদের ভিডিও প্রচার করাটা। জওয়াহিরি এই ভিডিওতে আবারও তুরস্ক থেকে উত্তর আফ্রিকা সমস্ত জিহাদিদের একজোট হওয়ার ডাক দিয়েছেন। গত সেপ্টেম্বরে প্রথমবার আই এস জঙ্গিদের মতবাদকে খারিজ করে যে আবেদন রেখেছিল আল কায়দা। সেই প্রথম বোঝা গিয়েছিল, ইরাক এবং সিরিয়ার এক বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাঁটি গেড়ে থাকা ইসলামিক স্টেট জঙ্গিদের দাপটে আল কায়দা অস্বস্তি বোধ করছে। অবশ্য তার ঠিক আগের মাস থেকেই আই এস ডেরাগুলো তাক করে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র হানা শুরু করেছে আমেরিকা। সেই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর হয়েছিল আল কায়দা।

সূত্র: আজকাল

কালের কণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM