সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
তবে বিয়ের কার্ডে এইটুকু পড়ে যারা একটু অবাক হলেন তাদের বলি, বাকি খবরটা হতাশার। বিয়ের কার্ডে বিরাটের বাবা-মা হিসেবে নাম রয়েছে সুরভি কোহলি, অরুন কোহলির। কিন্তু বাস্তবে ক্রিকেটার বিরাট কোহলির বাবা ও মায়ের নাম সোরজ কোহলি ও প্রেম কোহলি। এই বিয়ের কার্ডটি প্রথমে ফেসবুকে আপলোড করা হয়েছিল। পরে তাতে তুলে নেওয়া হয়।
খবরটা বেশ ভাইরাল হয়ে যায়। বোঝা যায় বিয়ের কার্ডটা সেলেব প্রেমিকযুগলের নয়।
মন্তব্য করুন