বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি,
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ টেকনাফ উপজেলা কমিটির অনুমোদন দিয়েছেন কক্সবাজার জেলা নেতৃবন্দ।
গতকাল ২ নভেম্বর কক্সবাজার হোটেল সি পার্ল’র সম্মেলন কক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কক্সবাজার জেলা কমিটির বর্ধিত সভায় সভাপতি হেফাজ উদ্দিন ও সাধারন সম্পাদক রাশেদ কামাল লিখিতভাবে নুরুল হোসাইনকে সভাপতি ও আবদুল্লাহকে সাধারন সম্পাদক করে টেকনাফ উপজেলা কমিটি অনুমোদন দেন। উক্ত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, টেকনাফ উপজেলা কমিটিকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানান।
এর সাথে নতুন কমিটি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করবে এ আশা ব্যক্ত করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ জেলা সাংগঠনিক সম্পাদক পরিমল কান্তি দাসসহ জেলা নেতৃবন্দ।
মন্তব্য করুন