মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

বিএফইউজে’র নির্বাচন অনুষ্ঠানের তফসিল ২০১৫ ঘোষণা

বিএফইউজে’র নির্বাচন অনুষ্ঠানের তফসিল ২০১৫ ঘোষণা

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স ॥
আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাচন অনুষ্ঠানের তফসিল ২০১৫ ঘোষণা করা হয়েছে।
আজ প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের স্বাক্ষরিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০১৫ পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ এবং ৭ নভেম্বর বিকেল ৬টার মধ্যে স্ব-স্ব ইউনিয়নের কার্যালয়ে নির্ধারিত জামানতসহ নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেয়া যাবে।
আগামী ৯ নভেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ১০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।
আগামী ১২ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সভাপতি ও মহাসচিব পদে ২০ হাজার টাকা, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যগ্ম মহাসচিব ১৫ হাজার টাকা এবং সদস্য পদে ৭ হাজার টাকা অফেরতযোগ্য জামানত মনোনয়ন পত্র দাখিল করার সময় প্রদান করতে হবে।
দেশের ১০টি সাংবাদিক ইউনিয়নের তিন হাজাররেরও বেশি ভোটার সরাসরি ভোট প্রদানের মাধ্যমে দুই বছরের জন্য সাংবাদিক নেতা নির্বাচন করেন।
কালের কণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM