মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
নিজের কেরিয়ার নিয়ে খুব খুশি চেন্নাই এক্সপ্রেস-এর নায়িকা। সাফল্যের স্পটলাইট মানুষ হিসেবে তাঁর মধ্যে কোন পরিবর্তন আনতে পারেনি বলেই দাবি তাঁর। এ বিষয়ে মিনা বলেন, আমি একটুও পরিবর্তিত হইনি…আমার পরিবারের লোকেরাও তাই বলে।এখনও বাড়িতে থাকলে বাসন মাজা থেকে ঘর গোছনো নিজের হাতেই করি। রাত জেগে ফ্যামিলির সঙ্গে আড্ডাও দিয়ে থাকি মাঝে মাঝে। আমার স্কুলের বন্ধুরা আমাকে খুবই উৎসাহ দেয়।তাঁরাও তাঁদের কাজ নিয়ে ব্যস্ত। তাঁরা জানে যে আমিও আমার কাজ নিয়ে থাকি। তাই কখনও মতবিরোধ হয়না। বলি অন্দরের খবর, দীপিকার বয়ফ্রেন্ড রণবীর সিং একটি অডিয়ো ভিজুয়্যাল মেসেজে নায়িকার উন্নতি নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে, দীপিকাকে পশ্চিমী হলি দুনিয়ার দোরগোড়ায় পৌঁছে দিতে নায়কের উৎসাহের শেষ নেই।
কালের কণ্ঠ
মন্তব্য করুন