রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শেষমেষ ছোড়ি পট গায়ি৷ সুজয় ঘোষ কে আর খালি হাতে ফেরাতে পারলেন না বিদ্যা বালন৷ ১৭ অক্টোবর কফিশপে দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেষ সুজয় কে হ্যাঁ বলেই দিলেন ডার্টি পিকচার এর রেশমা৷ ঋভু দাশগুপ্তার আপকামিং মুভি টি ই থ্রি এন একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বিদ্যাকে৷ যার ক্রিয়েটিভ প্রডিউসার স্বয়ং সুজয়৷
এছাড়া নওয়াজ উদ্দিন সিদ্দিকি ও অমিতাভ বচ্চনের মতো ট্যালেন্টেড অভিনেতাকে দেখা যাবে এই ছবিতে৷ বলি অন্দরের খবর, এই ছবি তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কাহানির অভিনেত্রীকে৷ এই ছবিতে সম্পূর্ণ অন্য অবতারে দেখা যাবে বিদ্যা কে৷ শোনা যাচ্ছে, এই ছবি খাকি উর্দ্দিতে দেখা যেতে পারে তাঁকে৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷
কালের কণ্ঠ
মন্তব্য করুন