মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জবরদখল করতে বসতঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে গাছ পালা লূট করে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানাযায়, উপজেলার বারবাকিয়া সবজিবন পাড়ার বয়োবৃদ্দ বদিউল আলমের বসতঘরে একই এলাকার শামশুল আলমের ছেলে নাঈম, বাবুল, হাসেম ও মীর কাশেম ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়েছে। ৭৬বছরের বয়োবৃদ্দ বদিউল আলমকে প্রতিনিয়ত বসতঘর থেকে উচ্ছেদ করতে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসায় তিনি বাদী হয়ে কক্সবাজার জেলা দ্বিতীয় দায়রা জজ আদালতে একটি স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ৯জুন ২০১৫সালে হামলাকারীদের বিরুদ্ধে একটি অপর মামলা দায়ের করেন মামলা নং-১৯৯/১৫। আদালত ১৫জুন ২০১৫ ইং বদিউল আলমের আবেদনের প্রেক্ষিতে তার বসতবিটারয় আসামীদের উপর অস্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশ প্রদান করেন। এদিকে ২৫অক্টোবর নাঈম গং বৃদ্দের বসতঘরে স্বশস্ত্র হামলা চালিয়ে ২৫বছরের পুরো গাছ পালা কেটে নিয়ে যায় ও বৃদ্ধকে বসতবিটা ছেড়ে চলে যেতে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অসহায় বৃদ্ধের বসতবিটায় হামলা করায় পেকুয়ায় থানায় দায়ের করা মমলার তদন্ত কর্মকর্তা এস.আই জুয়েল চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা ও পেকুয়া থানায় দায়ের করা দরখাস্ত পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আসামীদের জবরদখল থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
মন্তব্য করুন