বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি॥
“স্বপ্ন দেখি-স্বপ্ন সাজায়, অসহায়ের পাশে মোর সহায়” এ শ্লোগানকে ধারণ করে কক্সবাজারে পথ চলা শুরু করল সেবামূলক সংগঠন “স্বপ্ন”। ৩১ অক্টোবর একটি রেস্তোরায় এক আলোচনার মাধ্যমে সংগঠনটি পথচলা শুরু করে।
সংগঠনের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রুবেল’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তারা প্রতিবন্ধি এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের চেয়ারম্যান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধি এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহয্য করা। তাই জেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রতিবন্ধি এবং গরিব মেধাবী শিক্ষার্থীরা আমাদের কাছে আবেদন করতে পারবেন। এ সংগঠনের মাধ্যমে আমরা তাদের পাশে গিয়ে দাড়াব। এসময় উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, বিপ্লব মুন্না, আহমদ ফরহাদ, জসিম উদ্দিন, শাখাওয়াত হোসেন, মুসতাকিম শুভ, জুলাইভ, শরিফ হোসেন।
মন্তব্য করুন