বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স॥
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় সেই ছাত্রলীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নোমান চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ নিশ্চিত করেছেন। সোহাগ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে তাকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যায় করলে ছাত্রলীগ কাউকেই ছাড় দেবে না বলে তিনি নেতা কর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন।
শুক্রবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজ কেন্দ্রের দক্ষিণ ভবনের একটি কক্ষে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে কেন্দ্রে ঢুকে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলার পর কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন নগর ছাত্রলীগের নেতা নোমান চৌধুরী। এছাড়া ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের সঙ্গে ওই ছাত্রলীগ নেতা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে তোলপাড় পড়ে যায়। -সূত্র-কালের কণ্ঠ
মন্তব্য করুন