বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স
ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষা শুরু হয়। ৫৪৬ আসনের বিপরীতে পরীক্ষার্থী আছেন ২৫ হাজার ৭৬৬ জন। প্রতি আসনে লড়াই ৪৭ জনের।
বেলা আড়াইটায় শুরু হবে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের (জে ইউনিট) ভর্তি পরীক্ষা। ৮৫ আসনের বিপরীতে পরীক্ষার্থী ৪ হাজার ৫১৪ জন। প্রতি আসনে লড়বেন ৫৩ জন।
ভর্তিযুদ্ধকে ঘিরে শাটল ট্রেন, রেল স্টেশন আর ক্যাম্পাসে বসেছে প্রাণের মেলা। বিভিন্ন জেলার ভর্তিচ্ছুরা চবির আবাসিক হল, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসাবাড়ি, হোটেল-মোটেল ও রেস্টহাউসে উঠেছেন।
চবি প্রক্টর মো. আলী আজগর চৌধুরী জানিয়েছেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
মন্তব্য করুন