সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

বিকেএসপি পরিবারের আমিও যেন একজন

বিকেএসপি পরিবারের আমিও যেন একজন

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

বিকেএসপির পুনর্মিলনী হচ্ছে সে খবর জানা ছিল আগে থেকেই। কিন্তু অনুষ্ঠানে যাওয়া হবে কি না, সে বিষয়ে নিিশ্চত ছিলাম না। অনুষ্ঠানের আগের রাতে জানা গেল, অফিস থেকে পুনর্মিলনীর অ্যাসাইনমেন্টে আমিই যাচ্ছি। বিষয়টা আমার জন্য রথ দেখা আর কলা বেচার মতো। এই সুযোগে সবার সঙ্গে দেখাও হবে আবার নিজের কাজটাও হয়ে যাবে। এ কথা বলার কারণ হচ্ছে, সাভারের বিকেএসপির একটি প্রতিষ্ঠান হয়ে ওঠার সাক্ষী আমিও। ছবি তোলার খাতিরে ১৯৯০ সাল থেকে বিকেএসপিতে আমার যাতায়াত। সে সময় বাইক হাঁকিয়ে ছুটতাম বিকেএসপিতে। ভোরে বের হতাম। আশুলিয়ার সরু পথটি তখন রীতিমতো ধুলার রাজ্য। গায়ে মেখে হাজির হতাম বিকেএসপিতে। সেখানে গোসল করে নেমে পড়তাম কাজে। বাড়ি ফেরার পথেও এই রকম ধুলাযাত্রা! প্রতিষ্ঠানটির ইট-কাঠ, পিচ-পাথর থেকে কর্মী, শিক্ষক, শিক্ষার্থী সবাইকে কমবেশি জানি। ছবি তোলার স্মৃতিও কম নয়। ছায়া সুনিবিড় বিকেএসপি ছবির জন্য আমার কাছে আশ্চর্য এক জায়গা। কাজের পাশাপাশি আমার শখ পাখির ছবি তোলা। এখানে আমি পাখির নানা রকম ছবি ক্যামেরাবন্দী করেছি। প্রতিষ্ঠানটির জন্য আমার আলাদা একটি মায়া কাজ করে। দিনে দিনে আমি যেন হয়ে গেছি এই পরিবারের একজন।
সেদিন সকালে গাড়িতে যেতে যেতে মনে উঁকি দিচ্ছিল কথাগুলো। আর পুনর্মিলনীতে পৌঁছে তো বারবার স্মৃতিকাতর হয়ে গেছি। বিকেএসপির অনেক শিক্ষক, কোচ থেকে শুরু করে আমাদের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান মুখগুলো প্রায় সবাই আমার চেনা। কত দিন পর অনেকের সঙ্গে সেদিন দেখা হলো। বিকেএসপির শিক্ষক হারুন-অর-রশিদের মতো অনেকের দেখা পেয়েছি বহু দিন পর।
বিকেএসপির অনেক খ্যাতিমান খেলোয়াড়ের বেড়ে ওঠা, জয় করে নেওয়া—সবই আমার জানা। আর এই তারকা খেলোয়াড়দের অনেকে যখন কৃতজ্ঞতার সঙ্গে বলে ‘টেংকু ভাই, আপনার সামনেই খেলা শুরু করলাম, অবসরও নিলাম আপনার সামনেই।’ তখন মনে পড়ে আকরাম খানের পরিবারের কথা। আকরাম আমাকে ভাই ডাকে আবার তামিমও ডাকে ভাই! মাঝে মাঝে ভাবি আমি তিন প্রজন্মের ভাই হয়ে গেছি! এসব ভাবলে নিজেকে খুবই সার্থক মনে হয়।
ছবি তুলে, সবার সঙ্গে আড্ডা দিতে দিতে পুনর্মিলনীর দিনটি খুব দ্রুতই যেন শেষ হয়েছে। সবার সঙ্গে অসাধারণ সময় কাটিয়েছি সেদিন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM