বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
ফটো তোলার ম্যানিয়া এখন ডেইলি রুটিনের অবিচ্ছেদ্য অঙ্গ। কফিশপ টু প্যান্ডেল হপিং- এমনকী, ট্রায়াল রুমেও ক্যামেরার খচাখচ শব্দ!!! ট্রায়াল রুমের আয়নায় দুই একটা সেলফি তো তুলতেই হবে । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ছবিতে লাইক-কমেন্টের ঝড়ই যদি না উঠল, তাহলে আবার কিসের সেলফি? একরাশ ছবি, অথচ কোনওটায় গালটা ভারী দেখাচ্ছে, তো কোনওটায় চোখ এক্কেবারে বন্ধ এসেছে। কোথাও বেড়িয়ে পড়েছে একপাটি দাঁত বা ডবল চিন। উফফ! বিরক্তিকর! কোন ছবিটা বাছব? কোনটা হবে আমার সেরা ছবি? ছবি তুললেই তো আর হল না। বাংলা ইংরেজি ভাষার মতো ফটোগ্রাফিরর -ও তো একথা ব্যাকরণ আছে নাকি! তাই ছবি তোলার আগের ব্যকরণ জেনে নিন এবার।
১. ছবিতে সলিড কালার-এর পোশাকই বেশি মানানসই। হালকা সবুজ, পিঙ্ক বা রেড ছবিতে এইসব সলিড কালার দারুণ মানায়। শ্যাওলা-ধুসর, অফ-হোয়াইটের মতো রঙ ছবিতে একদম বেমানান। তবে একগাদা রংয়ের জমকালো কম্বিনেশনও দারুণ ইন। বাজারের চলতি ট্রেন্ড প্রিন্টেড ড্রেস। ফ্লোরাল প্রিন্ট হোক বা স্ট্রাইপস ছবিতে প্রিন্ট দারুণ মানানসই। তবে স্ট্রাইপস পোশাকের ক্ষেত্রে একটা বিশয় লক্ষ রাখতে হবে, তুলনামূলক মোটা মানুষেরা ভার্টিকাল স্ট্রাইপ অ্যাভয়েড করুন। আর রোগাদের স্ট্রেট স্ট্রাইপ থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়।
২. একা ছবি তুলতে গেলে রংয়ের দিকে নজর দেওয়াটা আবশ্যক। এমন রং বাছবেন না যা আপনাকে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গিয়ে একই রকম দেখাবে। একটু হটকে রং বাছুন।
৩. গ্রুপ ছবিতে সবার একই রংয়ের পোশাক একেবারেই মানানসই নয়। বরং আলাদা আলাদা রং ছবিতে ভলিউম আনে। একই রংয়ের পোশাক হলেও আলাদা শেড থাকা আবশ্যক।
৪. বিভিন্ন ধরনের অ্যাকসেসারিজের ব্যবহার ছবিতে আরও গ্ল্যামার আনে।
৫.মোটা মানুষেরা ঢিলে বা বড় জামা পরবেন না এতে আরও বেশি মোটা দেখায়।
৬. ক্লামজি বা ঘন কাট এখন পোশাকের ক্ষেত্রে খুব ইন। ছবিতে এই ধরনের পোশাক বেশ ভালোই দেখায়।
৭. অদ্ভুত-বিকট কোন ছবিওয়ালা টিশার্ট ছবি তোলার সময় একদমই নয়।
৮. এমন পোশাক পরুন যাতে আপনাকে আত্মবিশ্বাসী দেখায়।
বিউটি ব্যাকআপ
দেখতে-শুনতে আপনাকে ডানাকাটা পরীর মতো না হলেও চলবে। মেকআপ আছে কি করতে? তবে একগাদা মেকআপ মেখে ক্যামেরার সামনে বসে পড়লেই হল না মেনে চলতে হয় কিছু নিয়ম নীতি।
১. মুখের শেপ অনুযায়ী ফাউন্ডেশন মেখে নিন।তবে অনেকেই কোনও শেপ না রেখে ফাউন্ডেশন মাখতে থাকে। এতে ছবি খুব খারাপ ওঠে।
২. চোখের উপরের পাতা ও নীচের পাতায় মোটা করে আইলাইনার পড়লে সামনাসামনি খারাপ দেখতে লাগে কিন্তু ছবিতে বেশ ভালো দেখায়।
৩. ছবিতে ডিপ রংয়ের লিপস্টিক বেশ ইন। এখনকার নিউ ট্রেন্ড ‘ম্যাট ফিনিশ’। এই ধরনের লিপস্টিক ছবিতে বেশ সুন্দর দেখায়।
ন্যুড মেকআপ:
ছবি তুলতে হবে অথচ মেকআপ নেওয়া হয়নি। কী করবেন? চটজলদি মুখ ধুয়ে নিন। কাছে কাজল থাকলে একটু চোখে ছুঁইয়ে নিন। লিপগ্লসের টাচ একটু চাই-ই-চাই। চুলটা গুছিয়ে আঁচড়ে নিন।
পোজ: ছবির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার পোজ। কোন চেহারায় কেমন হবে আপনার পোজ?
১. চেহারা মোটা ধাঁচের হলে চেয়ারের উপর বসে পায়ের উপর পা তুলে বসুন। হাত দুটো ক্রস করে পোজ দিন। এতে চেহারার মেদ ঢাকা পরবে।
২. হাসি একটা স্বাভাবিক জিনিস। ছবি তোলার সময় কখনই হাসি চেপে ছবি তুলবেন না। এতে ছবি খারাপ হয়ে যায়।
৩. ভুঁড়ি থাকলে তার উপর একটা ব্যাগ চাপা দিন। আপনাকে স্টাইলিশও দেখাবে বাড়িত মেদও চোখে পরবে না।
৪. সাইড প্রোফাইল ছবিতে মোটা মানুষদের রোগা দেখায় তাই সাইড প্রোফাইল ছবি তাঁদের জন্য বেস্ট।
কেশ-বিন্যাস:
এই সবকিছুর পাশাপাশি চুলের দিকেও নজর দিতে হবে। পরিপাটি করে বাঁধা চুল বা খোলা চুল পোশাকের সঙ্গে কোনটা বেশি মানানসই প্রয়োজন অনুযায়ী একটা পিক করে নিন। চুলের সাজ ছবিতে অন্যমাত্রা এনে দেয়।
মন্তব্য করুন