সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম সোহেল
পরিস্কার পরিচন্নতাও পরিবেশ এবং প্রায়োজনীয় সুযোগ সুবিধার অভাবে প্রতিদিন শত শত পাঠক সরকারী গন গ্রন্থগারের পাঠলয় থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন । নেই কোন বাত রুম পরিস্কার এবং পাঠ কক্ষের ভিতরে বাহিরে ও সময় মত লাইব্রেরীতে পত্রিকা পাঠ কক্ষে আসছেনা এদিকে সময়মত লাইব্রেরী পাঠকরা খুলা না পেয়ে যেতে হচ্ছে ও লাইব্রেরীর আংঙিনা ময়লা অবর্জনার ক্ষেত্র ,এবং বই গুলি এলোমেলো অবস্থায় দেখাযায় পাঠকরা বলেন ।
যানাযায় কক্সবাজারের একমাত্র সরকারী গনগ্রম্থ যেখানে থাকার কথা সুন্দর পরিবেশ ওপরিস্কার পরিচন্ন পাঠকদের জন্য সুযোগ সুবিধা ,কিন্তু লাইব্রেরীতে গেয়ে দেখি এক অভিযোগের পাহাড় । হাবিবুর রহমান নামক এক পাঠক বলেন একটি সরকারী লাইব্রেরী যেখানে সরকার প্রতিটি পাঠকের সুবিধার জন্য মাসে হাজার হাজার টাকা ব্যয় করে থাকেন, কিন্তু অসাধু লাইব্রেরীয়ান অবৈধ ভাবে সরকারী টাকা গুলি বিভিন্ন কৌশলে ভাউচারের মধ্যমে উক্তলন করে পরিস্কার পরিচন্নতার কাজে ব্যবহার করছেন না এবং লাইব্রেরী গেইট থেকে শুরু করে আংঙিনার চার পার্শ্বে এক একটি ময়লা অর্বজনার স্তপ,মাঝে মাঝে মধ্য কোন সরকারী দিবস আসলে একটু ঝাড়– দেই ,বলে অভিযোগ করেন পাঠকরা । আশেক নামক এক পাঠক বলেন পাঠলয়ে প্রায়োজনীয় কোন বই খুজে পাওয়া যায় না ,এক সেল্পয়ের বই অন্য বইয়ের সেল্পে ,হজবরল , অবস্থায় লাইব্রেরী । তার মধ্যে খুজে পাওয়া যায় না দায়িত্ব প্রান্ত কাউকে ও যদি ও বা একজন মহিলা থাকলে সে মাথার উকুন মেরে মেরে বসে থাকে মাঝে মাঝে শুয়ে থাকে বলে ও যানান ।কামাল নামক পাঠক বলেন সকাল থেকে লাইব্রেরীরী পাঠ কক্ষে বসে থেকে বাশি পত্রিকা গুলি পড়ন্তে হয় ,এবং সরকারী ভাবে নির্ধারিত পত্রিকাগুলি সময় মতো না আসায় পাঠরা দেশের গুরুর্ত্বপূন্ন খবর পড়তে পারছেনা এবং লাইব্রেরীর অ-পরিস্কার বিশয়ে জুনিয়ার লাইব্রেরীয়ান টিংকু কে অভিয়োগ সর্ম্পকে যানালে ও কোন ধরনের প্রায়োজনীয় ব্যবস্থ গ্রহন করেনি । এই ভাবে একটি সরকারী লাইব্রেরী নড়বড়ে করে চলতে পারেনা ,এই বিশয়ে উর্ধেতম র্কমর্কতাদের দৃষ্ঠি রাখা প্রায়োজন বলে মনে করেন পাঠকরা । উপরোক্ত বিষয়ে জানতে চাইলে লাইব্রেরীয়ান টিংকু বলেন পরিস্কারের জন্য যে মহিলা রাখা হয়েছে,সে গোচলের আগে পরিস্কার করবে কিন্তু যখন প্রতিবেদক জিজ্ঞাস করেন তখন ১১.১০ মিনিট হয় । তাহলে পরিস্কার করার সময় কখন ?ূ
মন্তব্য করুন