মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
রামু প্রতিনিধি
আগামী ৩ বছরের মধ্যে কক্সবাজার-রামুর প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শনকালে পথসভায় তিনি এ কথা বলেন।
সাইমুম সরওয়ার কমল এম,পি বলেন, আমরা নির্ধারিত লক্ষমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। গ্রাম-গঞ্জেও ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। হাতের মুঠোই চলে এসেছে বিশ্ব। অতি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতও পৌঁছে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুল মোতালেব, উপ-প্রকল্প পরিচালক প্রবীর কুমার দে, চট্টগ্রাম দক্ষিণের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) রিয়াজুল আলম, রামু উপজেলা আবাসিক প্রকৌশলী মো. হেলাল উদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য মো. হোছন, কায়েশ উদ্দিন, হাবিব উল্লাহ, আজিজুল হক, মীর কাশেম, আজিজুল হক, আব্দুল গফুর, ফরিদুল আলম, আনার কলি, সাবেক ইউপি সদস্য আবছার কামাল, মো. হোছাইন, আবুল হোছন, হাজী আনোয়ার, সাইফুল ইসলাম, খুইল্যা মিয়া ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এছাড়াও এতে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা, লট উখিয়ার ঘোনা টেইলা পাড়া, কচ্ছপিয়া, তিতার পাড়া, স্কুলপাড়া, সওদাগর পাড়া, লামার পাড়াসহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। এ সময় উখিয়ারঘোনা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের জন্যও জায়গা নির্ধারণ করেন।
মন্তব্য করুন