শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
আমার যতটুকু মনে আছে এই রিক্সাগুলো পরিবেশ বান্ধব হওয়ার কারণে ব্যাপক ভাবে সরকার আমদানি করার অনুমতি দেন। তাছাড়া গ্ৰামে গঞ্জে চলাফেরা করতে বেশ সুবিধাজনক অবস্থানে চলে আসে । বিশেষ করে গ্ৰামগঞ্জের সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের কাছে রাতারাতি এই বাহনটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। অসংখ্য মানুষ কেউ ঋন করে কেউ শেষ সম্বল জমি বিক্রি করে সৎ বৈধ ভাবে দুমুঠো ভাত খাওয়ার পথ তৈরি করেছিল। কিন্তু বিগত বছর থেকে মহামারীর কারনে লকডাউন ও চলাফেরা সীমিত হওয়ার কারণে অনেকেই এখনো ৠন পরিশোধ করতে পারেনি তবে আবার অনেকেই ৠন করে দিনাতিপাত করছে।
করোনার এই বৈশ্বিক মহামারীর সময় যদি অসহায় গরীব মানুষের একমাত্র আয়ের উৎস পরিবেশ বান্ধব অটোরিকশা সরকারি ভাবে বন্ধ ঘোষণা করার সিদ্ধান্তটি কার্যকর হয় তাহলে কয়েক লক্ষ মানুষ তাদের পরিবারের সদস্যদের কিভাবে দুটো ডাল ভাতের ব্যবস্থা করবে ??? গরীব মানুষের ভাগ্যে বিনা মেঘে বজ্রপাতের মত অবস্থার সৃষ্টি হবে না কি ???
একটু বার কি আমরা ভেবে দেখেছি নিরন্ন গ্ৰামে গঞ্জের সহজ সরল মানুষ গুলোর কথা যে মানুষটি সবকিছু হারিয়ে শুধু ঋন করে তার পরিবারের সদস্যদের অন্নের সংস্থান করতে সৎ পেশায় এসেছিল। তারা কোন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কিংবা সমাজ বিরোধী কাজে ,মাদক কেনাবেচার কাজে না জড়িয়ে পরিবেশবান্ধব মহৎ পেশা বেছে নিয়েছিলেন।
আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদের গৃহ হীনদের আবাসন দিচ্ছে গরীব মানুষের বিভিন্ন ভাতা প্রদান করছে সবগুলো পদক্ষেপ খুবই জনহিতকর ও কল্যানকর। আমরা জানি ব্যাটারী চালিত রিকশা মহাসড়কে চলাচল করলে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে তাছাড়া দূরপাল্লার যানবাহন চলাচলের অনেক সমস্যা হচ্ছে। তার অর্থ নয় যে লক্ষ লক্ষ মানুষের একমাত্র আয়ের উৎস হঠাৎই বন্ধ করে দিতে হবে।
আমি মনে করি এই অসহায় সৎ জীবিকার সাথে মে মানুষগুলো জড়িয়ে আছে তাদের বাহনগুলো প্রত্যেক জেলায় এবং মফস্বলে চলাচল করবার সুযোগ দেয়া যেতেই পারে।
ঢাকা সহ কিছু ব্যস্ততম বিভাগীয় শহরে বাহনটি বন্ধ করা এবং মেইন সড়কে চলাচল বন্ধ করে তাদের সৎ জীবিকার উৎসটি বন্ধ না করে সরকারের দায়িত্বশীল উচ্চপর্যায়ের কমিটি বিভিন্ন দিক বিশ্লেষণ করে একটি মানবিক সিদ্ধান্ত নিলে জনগণের আশা আকাঙ্ক্ষার একমাত্র ভরসা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রশংসিত হবেন।
তাই মানব দরদী বিশ্ব মানবতার ” মা ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী বাঙালি জাতির আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই প্রত্যাশা তিনি যেন মানবিক বিপর্যয়ের মুখে এদেশের গরীব মেহনতি খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে একটি সুন্দর সুষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি কায়মনে বিশ্বাস করি।
লেখক-বাবুল আখতার, উন্নয়ন কর্মকর্তা।
মন্তব্য করুন