মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

হামলাকারীরা জামায়াত-বিএনপির খণ্ডিত অংশ

হামলাকারীরা জামায়াত-বিএনপির খণ্ডিত অংশ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স

রাজধানীর মোহাম্মদপুরে শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক-লেখক আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুর ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপির খণ্ডিত অংশ জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যারা এই ব্লগার ও মুক্তচিন্তার মানুষদের ওপর হামলা করছে তারা দেশকে ও সরকারকে অস্থীতিশীল করতে চায়, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়। এরা জামায়াত-শিবির ও বিএনপির খণ্ডিত অংশ। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

হানিফ আরো বলেন, আজকে ব্লগারদের ওপর যে হামলা হয়েছে এটা তাদের নাশকতামূলক কর্মকাণ্ডেরই অংশ। কেউ আনসারুল্লাহ বাংলা টিম, কেউ জেএমবি, কেউ হরকাতুল জিহাদ, কেউ হুজি বিভিন্ন নাম দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করছে। যারা এ ধরনের কর্মকাণ্ড করছে, তারা পার পাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সন্ধ্যায় কার্যালয় উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে শহরের এনএস রোডের বঙ্গবন্ধু মার্কেটের চতুর্থ তলায় নির্মাণ করা হয়েছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়। আর এ বিশাল অংকের টাকা পাওয়া গেছে বিভিন্ন মাধ্যমে পাওয়া অনুদানের টাকায়।

৯ হাজার ৮৬০ বর্গফুট জায়গার ওপর অফিস নির্মাণ করা হয়েছে। আওয়ামী লীগ ছাড়াও প্রতিটি মূল সহযোগী সংগঠনের অফিস রয়েছে এখানে। এখানে সভাকক্ষ ও বড় একটি হলরুম রয়েছে। যেখানে এক হাজার লোক বসতে পারবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM