শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেক্স
চীনের হেনান প্রদেশে দ্বিতল একটি ভবন ধসে কমপক্ষে ১৭ শ্রমিকের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ২৩ জন। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ভবনটি ধসে পড়ে।
সংবাদমাধ্যম জানায়, ১৯৯০ সালে নির্মিত দ্বিতল ভবনটি শুক্রবার বিকেলের দিকে হঠাৎ ধসে পড়ে। এ সময় শ্রমিকরা ভবনটির ফাউন্ডেশনের খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন।
ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ভবন ধসের কারণ জানা যায়নি।
মন্তব্য করুন