শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

চীনে ভবন ধসে ১৭ শ্রমিকের প্রাণহানি

চীনে ভবন ধসে ১৭ শ্রমিকের প্রাণহানি

অনলাইন বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেক্স

চীনের হেনান প্রদেশে দ্বিতল একটি ভবন ধসে কমপক্ষে ১৭ শ্রমিকের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ২৩ জন। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ভবনটি ধসে পড়ে।

সংবাদমাধ্যম জানায়, ১৯৯০ সালে নির্মিত দ্বিতল ভবনটি শুক্রবার বিকেলের দিকে হঠাৎ ধসে পড়ে। এ সময় শ্রমিকরা ভবনটির ফাউন্ডেশনের খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন।

ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ভবন ধসের কারণ জানা যায়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM