বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
নুরুল হোসেন, টেকনাফ॥
টেকনাফ সদর কমিউনিটি পুলিশ সভাপতির পুত্রের উপর হামলা চালিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত অপরাধী নাজিরপাড়া ভুট্টো ও আবছার বাহিনী’র লোকজন। এসময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন কমিউনিটি পুলিশি’র ৪ সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে আসে। এঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর দুপুর সোয়া একটার সময় টেকনাফ সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশ সভাপতি বড় হাবিরপাড়া এলাকার ছৈয়দ হোছেনের কলেজ পড়–য়া ছেলে সাইফুল ইসলাম (১৮) বাড়ি ফেরার পথে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত অপরাধী নাজিরপাড়ার নুর আলমের পুত্র হেলাল (২৫), তার ভাই আবছার (২৪), এজাহার মিয়ার ছেলে নুর মোহাম্মদ মংগ্রী (৩৫) ও নুরুল হক ভুট্টো (৩০) সহ অস্ত্রশস্ত্রে হামলা চালিয়েছে। এতে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে উদ্ধার করতে চাইলে ভুট্টো বাহিনী ৫ রাউন্ড গুলি ছুড়ে। তাদের এলোপাথারি প্রহারে ৩ জন গুরুত্বর আহত হয়।
বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করলে টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আত্উার রহমান খন্দকার ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতরা হচ্ছে, সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশ কমিটির সদস্য সাইফুল ইসলাম (১৮), বড় হাবির পাড়ার নুরুল হক (২২), হাছন বোবা (৩২), আবদুর রজ্জাক (৩৫)।
তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা জানান, টেকনাফ উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, মানব পাচার, ইয়াবা পাচার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ তৎপর হওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত এসব অপরাধীরা পাগল হয়ে কমিউনিটি পুলিশের পুত্রে’র উপর হামলা চালিয়েছে।
তারা কৌশলে টেকনাফ কমিউনিটি পুলিশের কার্যক্রমে স্থবিরতা আনতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজকের হামলার বিষয়টি টেকনাফ থানার অফিসার ইনচার্জকে অবগত করা হয়েছে।
আতাউর রহমান খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। বিষয়টি আইনগত ব্যবস্থার নেয়ার কথা জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন