বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক
মিশরের সিনাই উপদ্বীপের মধ্যাঞ্চলে ২২৪ আরোহী নিয়ে রাশিয়ার কোলাভিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে বেশিরভাগই রাশিয়ান পর্যটক ছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। মিশরীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, রাশিয়ার একটি বেসামরিক উড়োজাহাজ সিনাই উপদ্বীপের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী একটি জরুরি সংকট মোকাবেলা কমিটিও গঠন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।
উড়োজাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান কোলাভিয়া এয়ারলাইন্সের বরাত দিয়ে রাশিয়ান বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, এ৩২০ এয়ারবাসের ৭কে৯২৬৮ নং ফ্লাইটটি মিশরের লোহিত সাগর কূলের পর্যটন শহর শার্ম আল শেইখ থেকে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে উড়াল দেয়। তবে, সিনাই উপদ্বীপে পৌঁছালে উড়োজাহাজটি স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
পরে সিনাইয়ের প্রশাসনের পক্ষ থেকে উড়োজাহাজটি সেখানে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল ফ্লাইটটির।
বাংলা নিউজ
মন্তব্য করুন